দেশজুরে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনার প্রশাসন নেমেছে ভ্রাম্যমাণ আদালতে। ভোক্তা অধিকার আইনে গত দুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১টি মামলায় জরিমানা আদায় করেছে ১৭ হাজার ২শ টাকা। এ সকল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও মো. রেজাউল ইসলাম।
পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০, ড্রাগ আইন, ১৯৪০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে প্রথম দিনে ৭টি মামলায় মোট ১০ হাজার ৭০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
জেলার সদর উপজেলার মদন বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন এবং পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে এসকল অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একাধিক ফার্মেসীতে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখা এবং দোকানে দোকানে পলিথিন রাখার জন্য বিপুল পরিমাণ ঔষধ ও পলিথিন জব্দ করা হয়। সেইসাথে করোনা সচেতনতা ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহারে সতর্ক করেন।
অন্যদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে শহরের ছোটবাজার, বড়বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে মোট ৪ টি মামলায় সাড়ে ৬ হাজার টাকা অর্থদন্ড করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও বাজারে বাজারে সকলকে মাস্ক পরিধান ও আইন মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়।