ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা আবারও প্রতিষ্ঠা পেয়েছে। দেশ আজ উন্নয়নের যে স্তরে পৌঁছেছে স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এ অর্জন সম্ভব ছিলো না।
বৃহস্পতিবার দুপুরে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে শিক্ষক পরিষদ মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ পালন উপলক্ষে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব বলেন সিটি মেয়র।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এবং আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবাশীষ চন্দ্র রায়। অনুষ্ঠানে আনন্দ মোহন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।