কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাজাপ্রাপ্ত একজন আসামিসহ বিভিন্ন মামলায় পলাতক চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মাদক মামলায় সাজাপ্রাপ্ত, পুত্রবধুর মামলায় শ্বশুর-শাশুড়ি এবং মারামারি মামলায় একজন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নূরুল ইসলাম (৩৫) নামের একজন রয়েছে। পাকুন্দিয়া থানায় দায়েরকৃত ২০১৬ সনের একটি মাদক মামলায় সে এক বছরের সাজাপ্রাপ্ত। সে উপজেলার তারাকান্দি মধ্যপাড়া গ্রামের মৃত আবদুল মোতালিবের ছেলে।
অপর দিকে উপজেলার আদিত্যপাশা গ্রাম থেকে রুস্তম আলী (৬০) ও তার স্ত্রী মীনা বেগম (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে। তারা পুত্রবধুর দায়ের করা মামলায় পরোয়ানাভুক্ত আসমি।
এছাড়া মাছুম (৬২) নামের অপর একজনকে চণ্ডিপাশা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, মাদক মামলায় নূরুল ইসলাম নামের একজনের এক বছরের সাজা হয়। এরপর থেকে সে পলাতক ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার সৈয়দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে পুত্রবধুর মামলায় পরোয়ানাভুক্ত শ্বশুর-শাশুড়িসহ মারমারি মামলায় পরোয়ানা ভুক্ত একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।