শ্রমিক ঘাটতি কমানো ও দ্রুত ধান কর্তন করে ঘরে তুলতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০% ভর্তুকীতে কৃষকদের মাঝে চারটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কম্বাইন হারভেস্টার বিতরণের আয়োজন করে।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে চাবি তুলে দিয়ে কম্বাইন হারভেস্টার বিতরণের উদ্বোধন করেন।
ভারপ্রাপ্ত ইউএনও একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস ছালাম, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, কম্বাইন হারভেস্টারে ঘন্টায় ৮০ থেকে ১২০ শতাংশ জমির ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে স্বল্প সময়ে অল্প খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারবে।