করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে মাস্ক ক্যাম্পেইন করেছে জেলা পুলিশ। ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এমন স্লোগান সামনে রেখে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাস্ক ছাড়াও জনসাধারণের মাঝে করোনার সুরক্ষা সামগ্রীও বিতরণ করে পুলিশ।
রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় নগরীর পাটগুদাম ব্রিজের মোড়ে আয়োজিত ক্যাম্পেইন উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কে আর ইসলামসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিবহন মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।