ওয়াজ শেষে নিখোঁজের ৫২ ঘণ্টা পর ঢাকা বাইতুর মামুর জামে মসজিদের খতিব ও ইসলামি বক্তা মীর মোয়াজ্জেম হোসেন সাইফীসহ চারজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) ভোর চারটার সময় মুক্তাগাছা থানায় বক্তা মীর মোয়াজ্জেম হোসেন সাইফী, গাড়িচালক ফয়সাল, ইমন ও মাহাদি হাসান থানায় উপস্থিত হন। গত রবিবার (১৪ মার্চ) ময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মসভায় ওয়াজ শেষে ফেরার পথে তারা নিখোঁজ হয়েছিলেন।
নিখোঁজ বক্তাসহ ৪ জনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি দুলাল উদ্দিন আকন্দ জানান, বুধবার ভোর চারটার সময় ওই চারজন থানায় উপস্থিত হয়ে জানান, গত রবিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১২টার সময় ধর্মসভায় বয়ান শেষে রংপুরে যাওয়ার পথে র্যাব-১৪ এর একটি দল তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়ার পর তারা থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানায়। উদ্ধার হওয়ার পর মীর মোয়াজ্জেম হোসেন সাইফীসহ চারজনের লিখিত বক্তব্য রেখে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাইফীর আত্মীয় যুনায়েদ হাসান জানান, বুধবার সকালে মীর মোয়াজ্জেম হোসেন সাইফীসহ ৪ জনকে পুলিশ তাদের কাছে হস্তান্তর করেছে। তারা ফেরার জন্য রওনা দিয়েছেন।